রাধারমণ গীতিসমগ্র

Nasir Uddin Vuiya


Nasir Uddin Vuiya অথবা রাধারমণ গীতিসমগ্র লিখে গুগল প্লেস্টোরে সার্চ করলে অ্যাপটি পাবেন। এটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এতে রয়েছে রাধারমণ এর এ পর্যন্ত প্রাপ্ত সবগুলো গানের লিরিক্স। অ্যাপটিতে রয়েছে একটি কুইক সার্চ বার, যার সাহায্যে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই এবং কোনো রকম বিলম্ব ছাড়াই গান খুজে পাবেন। এটি গান খুজতে এক সেকেন্ডেরও কম সময় নেয়। তাই আপনাকে অপেক্ষা করতে হবেনা। তাছাড়া ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়না বলে এতে সাশ্রয় হবে আপনার মূল্যবান ডাটা।


১২৪০ বঙ্গাব্দে বাউল কবি রাধারমণ দত্তের জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আতুয়াজান কেশবপুরে। তার পিতার নাম রাধামাধব দত্ত এবং মাতা সুবর্ণা দেবী। তার পিতা ছিলেন সংস্কৃত ভাষার এক মহাপণ্ডিত। রাধারমণ শৈশবেই তার পিতাকে হারান। ১২৭৫ বঙ্গাব্দে তিনি মৌলভীবাজার সদর থানার আদপাশা গ্রামের নন্দকুমার সেন অধিকারীর কন্যা গুণময়ী দেবীকে বিয়ে করেন। রাধারমণ দত্ত খুব অকালে তার চার পুত্রের তিনজনকে হারান এবং তার স্ত্রীও মারা যান। এমতাবস্থায় তিনি ভীষণ হতাশ হয়ে পড়েন এবং সংসার ত্যাগ করেন। মৌলভীবাজারের ঢেউপাশা গ্রামের সাধক রঘুনাথ ভট্টাচার্যের শিষ্যত্ব গ্রহণ করে গৃহত্যাগ করেন এবং বাড়ির কাছেই নলুয়ার হাওড়ে একটি জঙ্গলের মধ্যে আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানটা ভক্তের আনাগোনায় রমরমা থাকতো। রাধারমণ অহোরাত্র তার পারিষদ দলের সাথে কীর্তনে মেতে থাকতেন। সেখানেই তার অধিকাংশ গান রচিত হয়। ১৩২২ বঙ্গাব্দে তিনি মারা যান। কেশবপুর গ্রামে তার সমাধি রয়েছে।


© Nasir Uddin Vuiya 2023