মনোমোহন গীতিসমগ্র

Nasir Uddin Vuiya


Nasir Uddin Vuiya অথবা মনোমোহন গীতিসমগ্র লিখে গুগল প্লেস্টোরে সার্চ করলে অ্যাপটি পাবেন। এটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এতে রয়েছে মনোমোহন দত্তের এ পর্যন্ত প্রাপ্ত সবগুলো গানের লিরিক্স। অ্যাপটিতে রয়েছে একটি কুইক সার্চ বার, যার সাহায্যে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই এবং কোনো রকম বিলম্ব ছাড়াই গান খুজে পাবেন। এটি গান খুজতে এক সেকেন্ডেরও কম সময় নেয়। তাই আপনাকে অপেক্ষা করতে হবেনা। তাছাড়া ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়না বলে এতে সাশ্রয় হবে আপনার মূল্যবান ডাটা।


মহর্ষি মনোমোহন দত্ত সর্বধর্ম সমন্বয় মতবাদের অন্যতম প্রবক্তা। সংগীত, আত্মজীবনী ও উপদেশমূলক রচনার মাধ্যমে তিনি সমগ্র বৃটিশ ভারতে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সর্বধর্মের প্রভুকে সমন্বিতভাবে দয়াময় নামে ডেকেছেন। তিনি ১২৮৪ বঙ্গাব্দের ১০ মাঘ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে জন্ম নেন এবং ১৩১৬ বঙ্গাব্দের ২০ আশ্বিন মাত্র ৩২ বছর বয়সে মারা যান। লেখাপড়ায় প্রথমদিকে গভীর মনোযোগ থাকলেও মাত্র ১৮ বছর বয়সে তিনি সরাইলের গুরু আনন্দস্বামীর শিষ্যত্ব নেন। এরপর চট্টগ্রামের মাইজভাণ্ডার পীর সহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের সান্নিধ্যে এসে সর্বধর্ম সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন। তার সমগ্র রচনায় সেই জ্ঞানের ছাপ পাওয়া যায়।


© Nasir Uddin Vuiya 2023