Nasir Uddin Vuiya অথবা লালন গীতিসমগ্র লিখে গুগল প্লেস্টোরে সার্চ করলে অ্যাপটি পাবেন। এটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এতে রয়েছে লালন এর এ পর্যন্ত প্রাপ্ত সবগুলো গানের লিরিক্স। অ্যাপটিতে রয়েছে একটি কুইক সার্চ বার, যার সাহায্যে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই এবং কোনো রকম বিলম্ব ছাড়াই গান খুজে পাবেন। এটি গান খুজতে এক সেকেন্ডেরও কম সময় নেয়। তাই আপনাকে অপেক্ষা করতে হবেনা। তাছাড়া ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়না বলে এতে সাশ্রয় হবে আপনার মূল্যবান ডাটা।
১৭৭৪ সালে জন্ম নিয়ে লালন সাঁইজি ১৮৯০ সালের ১৭ই অক্টোবর ১১৬ বছর বয়সে মৃত্যূবরণ করেন।
লালন সাঁইজি ১৮২৩ সাল থেকে তার মৃত্যূর আগে পর্যন্ত কুষ্টিয়ার ছেউড়িয়া আখড়া বাড়িতে বসবাস করেন।
তার আগে সন্ন্যাসী ছিলেন। পথে পথে ঘুরে বেড়াতেন। তার জন্মস্থান নিয়ে বিতর্ক আছে।
তবে সাঁইজির ভাষা দেখে অনুমান করা যায়, তার জন্ম কুষ্টিয়া অথবা এর আশেপাশেই হয়েছিলো।
তিনি সিরাজ সাঁইয়ের কাছে ফকীরিতে দীক্ষা নিয়েছিলেন।
কুষ্টিয়া থেকে শুরু করে আশেপাশের রাজশাহী, পাবনা, ফরিদপুর, নদীয়া, মুর্শিদাবাদ ইত্যাদি অঞ্চলে তার প্রচুর ভক্ত ছিলো।
তিনি ঘোড়ায় চড়ে ভক্তদের বাড়িতে যেতেন।
তার ভক্তদের মধ্যে ভোলাই শাহ কুধু শাহ, মনিরুদ্দীন শাহ, শীতল শাহ, দুদ্দু শাহ প্রমুখ উল্লেখযোগ্য।
লালন সংগীত মূলতঃ সাধন সংগীত। এ গানে লুকিয়ে আছে দেহতত্বের নিগূঢ় মর্মকথা।
সাধারণ লোকে এগুলোকে কেবল সুরে গাইবার গান মনে করলেও ভক্তরা এগুলোকে সাঁইজির পাক কালাম বলে শ্রদ্ধা করেন।