কালাশা গীতিসমগ্র

Nasir Uddin Vuiya


Nasir Uddin Vuiya অথবা কালাশা গীতিসমগ্র লিখে গুগল প্লেস্টোরে সার্চ করলে অ্যাপটি পাবেন। এটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এতে রয়েছে কালা শাহ এর এ পর্যন্ত প্রাপ্ত সবগুলো গানের লিরিক্স। অ্যাপটিতে রয়েছে একটি কুইক সার্চ বার, যার সাহায্যে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই এবং কোনো রকম বিলম্ব ছাড়াই গান খুজে পাবেন। এটি গান খুজতে এক সেকেন্ডেরও কম সময় নেয়। তাই আপনাকে অপেক্ষা করতে হবেনা। তাছাড়া ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়না বলে এতে সাশ্রয় হবে আপনার মূল্যবান ডাটা।


এই অ্যাপটি সিলেট অঞ্চলের বাউল সাধক কালাশার রচনা সমগ্র। এটি ব্যাবহার করতে কোনো ইন্টারনেট সংযোগের দরকার হবেনা। ১২৪৮ বঙ্গাব্দের ২০শে ফাল্গুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পর্দাবাজ গ্রামে কালাশা জন্মগ্রহন করেন। পরে তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধাইপুর গ্রামে বসবাস করেন। কালাশার শারীরিক আকৃতি খুবই সুন্দর ছিলো। তিনি বেটে, স্বাস্থ্যবান ও শ্যামবর্ণ পুরুষ ছিলেন। তাহার মুখের দাড়ি বুক পর্যন্ত বিলম্বিত ছিলো। শিক্ষার দিক দিয়া তিনি টাইটেল পাশ বলিয়া জানা যায়। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের তৎকালীন পীর জান শরীফ শা বাবার নিকট মারফতি হাসিল করেন। কালাশা একাধিক বিবাহ করেছিলেন এবং পাঁচ পুত্রের জনক ছিলেন। তার পুত্রদের নাম যথাক্রমে মানউল্লা শা, মারফত শা, মানিক শা, কাজল শা, এবং বাদশা শা। তার অন্যতমা কণ্যা শা দুধরাজ বিবি সংসার বিবাগিনী হয়ে পিতার আধ্যাত্বিক উত্তরাধিকার বহন করে চলেছেন। ১৯৫৮ খ্রীস্টাব্দে আনুমানিক ১১০ বৎসর বয়সে কালাশা ইন্তেকাল করেন।


© Nasir Uddin Vuiya 2023