হাছন গীতিসমগ্র

Nasir Uddin Vuiya


Nasir Uddin Vuiya অথবা হাছন গীতিসমগ্র লিখে গুগল প্লেস্টোরে সার্চ করলে অ্যাপটি পাবেন। এটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এতে রয়েছে হাছন রাজার এ পর্যন্ত প্রাপ্ত সবগুলো গানের লিরিক্স। অ্যাপটিতে রয়েছে একটি কুইক সার্চ বার, যার সাহায্যে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই এবং কোনো রকম বিলম্ব ছাড়াই গান খুজে পাবেন। এটি গান খুজতে এক সেকেন্ডেরও কম সময় নেয়। তাই আপনাকে অপেক্ষা করতে হবেনা। তাছাড়া ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়না বলে এতে সাশ্রয় হবে আপনার মূল্যবান ডাটা।


দেওয়ান হাছন রাজা চৌধুরী ছিলেন একজন প্রেমিক । তিনি মাত্র ১৭ বছর বয়সে জমিদারী দেখাশোনার দায়িত্ব নেন । তিনি ১২৬১ বঙ্গাব্দে পৌষ মাসের ৭ তারিখে সুনামগঞ্জ জেলার লক্ষণশ্রী অঞ্চলের তেঘরিয়া গ্রামে জন্মগ্রহন করেন এবং ১৩২৩ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের ২২ তারিখে মৃত্যূবরণ করেন । তিনি পেশায় জমিদার হলেও তার শখ ছিলো গান রচনা, ভ্রমণ, হাতি ঘোড়া ও কোড়া পাখি পালন । তিনি ৫ জনকে বিয়ে করেছিলেন । হাছন রাজা সৌখিন বাহার এবং হাছন উদাস নামে ২ টি বই প্রকাশ করেছিলেন । কোরাণ বিষয়ে অগাধ জ্ঞান আর কোড়া পাখির প্রতি মমতার জন্য বলা হয়ে থাকে, হাছন রাজার এক হাতে কোড়া, এক হাতে কোরাণ ।


© Nasir Uddin Vuiya 2023