দুর্বিন গীতিসমগ্র

Nasir Uddin Vuiya


Nasir Uddin Vuiya অথবা দুর্বিন গীতিসমগ্র লিখে গুগল প্লেস্টোরে সার্চ করলে অ্যাপটি পাবেন। এটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এতে রয়েছে দুর্বিন শাহ এর এ পর্যন্ত প্রাপ্ত সবগুলো গানের লিরিক্স। অ্যাপটিতে রয়েছে একটি কুইক সার্চ বার, যার সাহায্যে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই এবং কোনো রকম বিলম্ব ছাড়াই গান খুজে পাবেন। এটি গান খুজতে এক সেকেন্ডেরও কম সময় নেয়। তাই আপনাকে অপেক্ষা করতে হবেনা। তাছাড়া ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়না বলে এতে সাশ্রয় হবে আপনার মূল্যবান ডাটা।


বাউল কবি দুর্বিন শাহ ১৯২১ সালের ২ নভেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের তারামন টিলায় জন্মগ্রহণ করেন, যা বর্তমানে দুর্বিন টিলা হিসেবে পরিচিত। পিতা সফাত আলী, মাতা হাসিনা বানু। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন মেজো। তার বড় একটি বোন এবং ছোট একটি বোন ছিলো। ছাতকের বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে ফাইভ পাশ করেন। এরপর জোড়াপানি গ্রামের সৈয়দ আলীর মেয়ে স্বরুপা বেগমকে বিয়ে করেন। তার তিন ছেলের নাম জাহান শরীফ এবং আজম শরীফ এবং আলম শরীফ। তার পীর ছিলেন আজমীর শরীফের খাদেম সৈয়দ আবদুস সামাদ গুলজেদী। দুর্বিন শা ১৯৬৮ সালে বাউল আবদুল করিমের সাথে বিলাত ভ্রমণ করেন। এসময় প্রবাসীরা তাকে জ্ঞানের সাগর উপাধিতে ভূষিত করে। এছাড়া পরিচালক ঋত্বিক ঘটক অভিনীত ছবি যুক্তি তক্কো আর গপ্পো তে দুর্বিন শার নামাজ আমার হইলো না আদায় গানটি ব্যাবহার করা হয়। এটি গেয়েছিলেন রণেন রায়চৌধুরী। দুর্বিন শা ১৯৭৭ সালের ১৫ ফেব্রুয়ারী নিজ বসতবাড়িতে মৃতূবরণ করেন।


© Nasir Uddin Vuiya 2023